![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের জনশক্তি একটি বিরাট সম্পদ। এই জনসম্পদের চাই যথোপযুক্ত ব্যবহার। কিন্তু ছোট এই দেশে নিজ নিজ ক্ষেত্রে সব ব্যক্তির কর্মসংস্থান করা সম্ভব নয়। তাই বর্তমান সরকার বিদেশে জনশক্তি প্রেরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপলব্ধি করে। তার ফলস্বরূপ দেশের একটি বড় অংশ এখন বিদেশে গিয়ে বেকার জীবনের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। বিষয়টি আনন্দের ও স্বনির্ভরতার দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। কেননা বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশে যে পরিমাণ রেমিট্যান্স আসছে তা অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। বর্তমানে রেমিট্যান্সের পরিমাণ হচ্ছে ৫৮.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। গত সরকারের সময়ে এর পরিমাণ ছিল ১৮.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান সরকারের এই সাফল্যটি অবশ্যই প্রশংসনীয়। এই সরকার কৃষি উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, বিদ্যুত ও পানির সমস্যার সমাধানের পাশাপাশি ক্ষমতার স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি অনেকাংশে নির্মূল করতে সক্ষম হয়েছে। অতীত সরকারের আমলে দেশটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিগত সরকারের আমলে শুধু মাত্র ৯৭টি দেশে বাংলাদেশের কর্মীরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। এই সময়ে বাংলাদেশের কর্মী বিদেশের ১৫৭টি দেশে অবস্থান করছে। বর্তমান সরকারের আমলে আরও ৬০টি নতুন দেশে কর্মী পাঠানো হচ্ছে তাতে করে বিদেশে কর্মসংস্থানে ও রেমিট্যান্সের পরিমান আরোও বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.