![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ও ক্রমবর্ধমান প্রবৃদ্ধি ধরে রাখতে ৩০ বছর মেয়াদী মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) হাতে নিয়েছে সরকার। যা বাস্তবায়ন হলে চট্টগ্রাম বন্দর ২০৩৬ সালের মধ্যে ৫০ লাখ টিইউএস কন্টেইনার উঠানামা করতে সক্ষম হবে। এতে বন্দরের সক্ষমতার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধি বাড়বে। গভীর সমুদ্রবন্দর স্থাপনে দ্রুত পদক্ষেপ নিতে সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে। কেননা বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে প্রতিবেশি দেশগুলো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যাওয়া উচিত। আর তারই ধারাবাহিকতায় সরকার চট্টগ্রাম বন্দরের উন্নতিকল্পে দীর্ঘ মেয়াদী এ পরিকল্পনা হাতে নিয়েছে। এশিয়ার অর্থনীতির কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে বিশ্ব যেভাবে চিন্তা করে তা বাস্তবায়ন না করলে দেশ পিছিয়ে পড়বে। আর সে উদ্দেশ্যেই সরকারের এ মহা পরিকল্পনা। সরকারের এ পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে সরকারের সাথে সাথে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা একান্ত কাম্য।
©somewhere in net ltd.