![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘ ৭৫ বছর পর ঢাকা-বরিশাল ভায়া চাঁদপুর নৌপথে আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকার সদরঘাট থেকে চালু হচ্ছে 'এমভি বাঙালি' নামের একটি নতুন যাত্রীবাহী স্টিমার। আর একই পথে আগামী জুন মাস থেকে 'এমভি মধুমতি' নামের নতুন আরেকটি স্টিমার চালু করবে সরকার। দেশীয় অর্থায়নে স্টিমার দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৩ কোটি ৮০ লাখ টাকা। প্রতিটির যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন এবং মালামাল পরিবহন ক্ষমতা ২০০ মেট্রিক টন। আর গতিবেগ ঘণ্টায় ২০ নটিক্যাল মাইল। এমভি বাঙালি স্টিমারের যাত্রীভাড়া নির্ধারণ করা হয়েছে সুলভ ঢাকা-বরিশাল ১৭০ টাকা ও ঢাকা-চাঁদপুর ১০০ টাকা। স্টিমারে চারটি সিঙ্গেল কেবিন, ৩৪টি ডাবল কেবিন ও একটি ভিআইপি কেবিন রয়েছে। প্রথম শ্রেণীর কেবিন (এসিসহ সিঙ্গেল) এক হাজার ৫০ টাকা। ডাবল তিন হাজার ৭৪০ টাকা, দ্বিতীয় শ্রেণী (নন-এসি) ৬৩০ টাকা ও ভিআইপি কেবিন দুই হাজার টাকা। স্টিমারে চলাচলের জন্য যাত্রীদের ই-টিকিটিংয়ের ব্যবস্থা আছে। ব্রিটিশ আমলের পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরনায় দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ব্রিটিশ মডেলে স্টিমার তৈরি করা হয়েছে। এমভি বাঙালি ও এমভি মধুমতি চালু করায় দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে অনেকটা সার্থক হবে বর্তমান সরকার। আমরা সাধারণ জনগণ বাংলাদেশের প্রেক্ষিতে এমন সরকারকে বার বার স্বাগত জানাই।
©somewhere in net ltd.