![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় উজবেকিস্তান। এজন্য সে দেশের বাজার পর্যবেক্ষণ ও যাচাইয়ে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল পাঠানোর আহবান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ আগ্রহের কথা জানান উজবেকিস্থান। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশ একটি প্রতিনিধি দল এবং ৯ সদস্যের উজবেক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বর্তমান বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী এলিয়র মাজিদোভিচ গানিয়েভ। ঔষধ ছাড়াও বৈঠকে ১০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-তাসখন্দ সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করে উজবেক পক্ষ। এসব বিষয়ে উজবেকিস্তানের সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সম্প্রসারণে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের সাথে উজবেকিস্তানের পুর্বে থেকে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাণিজ্যে, বিনিয়োগ, পর্যটন ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দু' দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।
©somewhere in net ltd.