![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকারের আপ্রাণ প্রচেষ্টা ও অক্লান্তি পরিশ্রমের ফলে দিন দিন বাংলাদেশে রপ্তানি আয় বেড়ে চলছে এবং যথারীতি এক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখে চলেছে তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে সকল ধরনের রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান। রপ্তানি আয়কে আরও বৃদ্ধি করার জন্য দেশের বেসরকারী প্রতিষ্ঠানে দক্ষ কর্মী সরবরাহ করতে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট নামে এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্যোগ নিচ্ছে বর্তমান সরকার। এ প্রকল্পের উদ্দেশে হচ্ছে শিল্প খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান জনশক্তির কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধি করা। কর্মসংস্থান প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি ও সরবরাহ করা। আগামী ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণের কাজ শেষ করা হবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার জনকে কারিগরি প্রশিক্ষণ দেয়া হবে। একই সঙ্গে ১ লাখ ৮২ হাজার জনের কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় তৈরি পোশাক, নির্মাণ, তথ্যপ্রযুক্তি, লাইট ইঞ্জিনিয়ারিং, চামড়া ও জাহাজ নির্মাণে বেকারদের প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রেক্ষাপটে সরকারী ও বেসরকারী খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষতার মান গুণগত ও পরিমাণগত ভাবে বৃদ্ধি পাবে।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
আজীব ০০৭ বলেছেন: ভালো +++