নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

৯৪ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে উত্তরাঞ্চলের দারিদ্র্য মানুষের জন্য কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচী (২য় পর্যায়) প্রকল্প হাতে নিয়েছে সরকার

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:০৮

পাল্টাচ্ছে বাংলাদেশ। পাল্টে গিয়েছে উত্তরাঞ্চল। একসময়ে যার নাম ছিল মঙ্গাপীড়িত এলাকা। বর্তমানে সরকারের প্রচেষ্টায় মঙ্গাপীড়িত ভূখণ্ড এখন মঙ্গা প্রায়-ভুলে যাওয়া এক শব্দ। বর্তমান সরকার উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করেছে। গত বছর উত্তরাঞ্চলে ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির জন্য বর্তমান সরকার প্রায় ৫ কোটি ৪৭.৩৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ বছর উত্তরাঞ্চলের দারিদ্র্য কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (২য় পর্যায়) প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের ব্যয় হবে প্রায় ৯৪ কোটি ৮৮ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নিলফামারী ও লালমনিরহাট জেলার ৩৫টি উপজেলায় এপ্রিল ২০১৪ থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের ঐ সব জেলায় আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র হ্রাস পাবে, গরিব উৎপাদনকারীদের তৈরি পণ্যের বাজারজাতকরণ সুবিধা সৃষ্টি হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.