নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-জামায়াতপন্থী একাধিক হেফাজত নেতা অর্থের বিনিময়ে ‘জিরো থেকে হিরো’। আলাদীনের চেরাগ পেলেন হেফাজত আমিরপুত্র মাওলানা আনাস মাদানী। ২০ কাঠা জমিতে নির্মাণ করছে সুদৃশ্য পাঁচটি ভবন

১২ ই মে, ২০১৪ বিকাল ৪:১৫

দেড় বছর আগেও যার পরিচিতি কেবল হাটহাজারী বড় মাদ্রাসাকেন্দ্রিক সীমাবদ্ধ ছিল, তার নাম এখন দেশজুড়ে। রাতারাতি বিত্তবান বনে যাওয়া এই হেফাজত নেতা একসঙ্গে নির্মাণ করছেন ৫টি ভবন। মাত্র এক বছরের মধ্যে কি এমন ‘আলাদীনের চেরাগ’ পেলেন হেফাজত আমির শাহ আহমদ শফীপুত্র আনাস মাদানী? একাধিক বহুতল ভবন নির্মাণের জন্য এত টাকা আনাস মাদানীর পকেটে এসেছে কোথা থেকে সে প্রশ্ন এখন সর্বত্র। দেশের রাজনীতিতে অল্পদিনের জন্য বহু গুরুত্বপূর্ণ হয়ে উঠা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ্ আহমদ শফীর ইমেজ ব্যবহার করে আনাস মাদানী ‘জিরো থেকে হিরো’ বনেছেন। একজন দ্বীনি আলেম থেকে হয়েছেন কোটি কোটি টাকার মালিক। তথাকথিত ১৩ দফা দাবি নিয়ে রাজপথে অঘোষিত সরকারবিরোধী আন্দোলনে জামায়াতসহ ১৯ দলীয় জোটের পক্ষ থেকে হেফাজতকে বিপুল পরিমাণ অর্থ দেয়া হয়। এ অর্থ লেনদেন দলের আমির শফীপুত্র আনাস মাদানীর মাধ্যমে হয়েছে বলেও অনেকেই মনে করেন। বিএনপি-জামায়াতপন্থী একাধিক হেফাজত নেতা অর্থের বিনিময়ে আনাস মাদানীকে সিঁড়ি বানিয়ে কওমি আক্বিদাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে সরকারবিরোধী শক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। পিতার ইমেজ কাজে লাগিয়ে যেভাবে বিএনপি নেতা তারেক রহমান দুর্নীতির বরপুত্র হয়েছিলেন, সেভাবে হেফাজত আমির শাহ আহমদ শফীর নাম কাজে লাগিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আনাস মাদানী। এ ছাড়া তিনি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অনেক বহুতল ভবনের মালিকও হয়েছেন। গত এক বছরের হেফাজতের ইমেজকে কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন আহমদ শফীর পুত্র এবং সংগঠনটির প্রচার সম্পাদক আনাস মাদানী। সংগঠনের যে কোন সিদ্ধান্ত ও অনুদানের অর্থের হিসাব-নিকাশ সবই শাহ্ আহমদ শফীর তালুবন্দী রয়েছে। বয়সের ভারে ন্যুজ হেফাজত আমিরের সব সিদ্ধান্তই নেপথ্যে থেকে নিয়ে থাকেন তার ছেলে ও হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা আনাস মাদানী। ফলে, হেফাজতের ব্যানারে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছ থেকে সংগৃহীত যাবতীয় আর্থিক অনুদানও যাচ্ছে আমিরের নাম করে আনাস মাদানীর পকেটে। আর সাংগঠনিক কর্মকান্ড থেকে নিরাপদ দূরত্বে থেকে শফীপুত্র গত এক বছরে শুধু অর্থকড়ির পেছনেই ছুটেছেন। হেফাজতের নামে এসব টাকা এলেও শাপলা চত্বরে হতাহত নেতাকর্মীদের স্বজনদের দিকে না তাকিয়ে নিজের আখের গোছাতেই মাওলানা আনাস মাদানী ব্যস্ত আছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.