![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। বিশ্বের সংঘাতপূর্ণ ৯টি দেশের শান্তি স্থাপনের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এবার জাতিসংঘের সদর দপ্তরের প্রবেশ পথেই দেখা মিলবে এক খণ্ড বাংলাদেশের। বিভিন্ন কমিটি এবং শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশন কক্ষে ঢোকার পথের কাছেই বাংলাদেশ লাউঞ্জ স্থাপন হচ্ছে। ২২০ কোটি ডলার ব্যয়ে সদর দপ্তর সংস্কারের কাজ জুলাইয়ে শেষ হওয়ার পর পরই বাংলাদেশ লাউঞ্জের দায়িত্ব বুঝে নেবেন কর্তব্যরত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী সদস্যরা। আগামী ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৪০ বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন করবেন।
©somewhere in net ltd.