![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদেশের তরুণদের সরকারিভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে তথ্য প্রযুক্তি ভিত্তিক দেশের সবচেয়ে বড় সংগঠন ইনফোনেট। এতে দেশের যেকোন প্রান্ত থেকে ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার থাকলেই যে কেউ অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে ইনফোনেট এর কার্যক্রম এবং শিক্ষার্থী সংখ্যা অন্যান্য প্রতিষ্ঠান থেকে খুব দ্রুত হারে বেড়ে চলছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত তথা বেকার তরুণ যুবকগণ বর্তমানে ইনফোনেট এর ট্রেনিং নিচ্ছেন। তথা বাংলা ভাষাভাষি দেশের বাইরে থেকে ২০% এর উপর বিভিন্ন পেশার এবং বিদেশে অধ্যয়রত শিক্ষার্থীগণ ইনফোনেট এর কোর্সগুলোতে অংশ নিয়ে ফ্রিল্যান্সিং করছেন। কলেজের লেকচারার, সাংবাদিক ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ অংশ নিচ্ছেন। এছাড়া ইনফোনেট এর বর্তমান মেম্বার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এতে যেকোন একটি কোর্স যেমন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এসইও (সার্চ ইঞ্চিন অপটিমাইজেশন), গ্রাফিক্স ডিজাইন, ইমেইল মার্কেটিং, ইংলিশ স্পিকিং কোর্স সহ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের টপ কোর্স সমুহ তথ্য বিদ্যমান। প্রতিটি কোর্সের পর উক্ত কোর্সের উপর ওডেস্ক, ইল্যান্স, ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে উক্ত কোর্সের উপর কিভাবে কাজ করতে হবে, তার উপর হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। ফ্রিল্যান্সিং সাইটে কাজ ছাড়াও, উক্ত কোর্স গুলোর উপর দেশীয় বিভিন্ন কাজ করতে দেওয়া হয়। এছাড়া মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীদের ইনফোনেট এর সাথে কাজ করার সুযোগ রয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে দেশে যেমন বেকারত্বের হার হ্রাস পাবে তেমনি দেশ অর্থনৈতিক দিক দিয়েও হবে আরও বেশী স্বাবলম্বী।
©somewhere in net ltd.