নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কৃতিত্বে জাতিসংঘের সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ স্থাপনের অনুমতি পেয়েছে বংলাদেশ সরকার

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩০



শান্তি রক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও বিভিন্ন কমিটির অংশ গ্রহনে কৃতিত্বের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সদর দপ্তরে ‘বাংলাদেশ লাউঞ্জ’ স্থাপনের অনুমতি মিলেছে। ২২০ কোটি ডলার ব্যয়ে সদর দপ্তর সংস্কারের কাজ জুলাইয়ে শেষ হওয়ার পরপরই ‘বাংলাদেশ লাউঞ্জ’র দায়িত্ব বুঝে নেবেন। সাধারণ অধিবেশন কক্ষে ঢোকার পথের কাছেই ‘বাংলাদেশ লাউঞ্জ’ হচ্ছে। আসছে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৪০ বছর পূরণ হবে। সে সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন নিউ ইয়র্কে। শেখ হাসিনাই বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন করবেন। বর্তমানে ইন্দোনেশিয়া, কাতার লাউঞ্জ রয়েছে জাতিসংঘ সদর দপ্তরে। ইন্দোনেশিয়া লাউঞ্জে অনেক সভা-সেমিনারও হয়। “বাংলাদেশ লাউঞ্জ” এর কার্যক্রম শুরু হলে শান্তি রক্ষা মিশনে কর্ত্যেরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রমে গতি যেমন বাড়বে তেমনি বিশ্বের দরবারে বাংলাদেশের পরিচিতি আরও উচ্চাসীন হবে। বর্তমান সরকারের স্বদিচ্ছা, দক্ষতা, একাগ্রতা, নিষ্ঠা ও বিশ্ব শান্তি উন্নয়নের প্রতীক বহন করে জাতিসংঘের সদর দপ্তরে “বাংলাদেশ লাউঞ্জ” স্থাপনের অনুমতি মিলেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.