নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

তিস্তার পানি ও ছিটমহল সমস্যা নিরসনে ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস

২৮ শে মে, ২০১৪ বিকাল ৩:১৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অমীমাংসিত ইস্যুগুলো বিশেষ করে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর ও সীমান্ত চুক্তি, ছিটমহল বিনিময় বাস্তবায়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী। দুই দেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেছেন। বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর ও সীমান্ত চুক্তি বাস্তবায়নের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে ভারতের নতুন সরকার। ভারতের নিরাপত্তা, বিদ্যুত, সীমান্ত ব্যবস্থাপনা, রেল ও সড়ক পরিবহনসহ সকল ক্ষেত্রে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন। এছাড়া দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণের মতো বিষয়গুলোতে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী। দেশের স্বাধীনতা যুদ্ধের মতো আগামী দিনগুলোতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে এবং অনেক দিনের অমীমাংসিত বিষয়গুলো শীঘ্রই মিমাংসিত হবে এতাই সবার প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.