![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি, জামায়াত এবং হেফাজত রাজনীতিকে আওয়ামী লীগ বিরোধী করতে গিয়ে রাজনীতির স্বভাবকে কৃষকদের স্বার্থবিরোধী, শ্রমিকদের স্বার্থবিরোধী, মধ্যবিত্তের স্বার্থবিরোধী এবং নারীদের স্বার্থবিরোধী করে তুলেছে। এসব ক্ষেত্র থেকে ক্যাডার তৈরি করতে গিয়ে রাজনীতিকে ফিরিয়ে এনেছে ধ্বংসের জায়গায়। এই ধ্বংসের মধ্যে ঐকমত্যের কোন জায়গা নেই। ফলে উদ্ভূত হচ্ছে আল্ট্রা পলিটিক্স। কোথাও টলারেন্স নেই, দয়া নেই, মাল্টিকালচারাল বোধ নেই। তৈরি হচ্ছে সর্বক্ষেত্রে লেলিহান আগুন, বৈরিতার বিবিধ ভিন্নতা। বিএনপি তৈরি করছে লেখাপড়াহীন নিহিলিজম। জামায়াত তৈরি করছে টাকা পয়সার লেনদেনের মধ্যে দিয়ে মনুষ্যত্বের বিকিকিনি এবং হেফাজত তৈরি করছে ধর্মের নামে একরোখা অন্ধত্ব। এভাবে পৃথিবীর সঙ্গে সংযোগবিহীন ক্ষমতার বোধ তৈরি হচ্ছে। যে বোধের মধ্যে ক্রোধ আছে, অন্ধত্ব আছে, সর্বনাশ আছে। এই সর্বনাশের সঙ্গে যুক্ত আর এক ধরনের সর্বনাশ। এই লড়াই পর্যবসিত হয় শ্রেণী সংগ্রামহীন লড়াইয়ের মধ্যে। সমাজের বিভিন্ন গ্রুপ বিভাজিত হয় আমরা ও তাদের মধ্যে। এই বিভাজন বিপ্লবের মধ্যে দিয়ে মানুষের মুক্তি তৈরি করে না। মানুষের মুক্তি ছাড়া সব সংগ্রাম শেষ পর্যন্ত অর্থহীন হয়ে ওঠে।
©somewhere in net ltd.