![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত কয়েক দিনে র্যাাবের টহল বন্ধসহ সীমিত কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে নানামুখী আলোচনার পরিপ্রেক্ষিতে সরকার তথা স্বরাষ্ট্র মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে যে র্যা্ব সাময়িকভাবে টহল বন্ধ রাখবে এবং বিষয়টি কৌশলগত। প্রয়োজনে সব দায়িত্বেই র্যাকব সহযোগিতা করবে। আসন্ন রমজানে মার্কেটে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্রতিবারের মতো এবারও ঈদে রেলস্টেশন, বাসস্ট্যান্ডে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের প্রবল চাহিদার কারণে এত দিন র্যা ব অতিরিক্ত দায়িত্ব পালন করেছে। এ কারণে র্যা বের মৌলিক কাজের গুরুত্ব হারাচ্ছিল। এখন থেকে নির্ধারিত দায়িত্ব সুচারুরূপে পালন করবে র্যা্ব। র্যািবের ওপর আস্থা থাকার কারণে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা দেওয়ার জন্য র্যারবের কাছে আবেদন করা হতো। সে অনুযায়ী র্যা ব চেকপোস্ট বসিয়ে তল্লাশি, জমিজমা-সংক্রান্ত টাকা লেনদেনের বিরোধ, আদম বেপারীদের প্রতারণা, টেন্ডারবক্স পাহারা, ট্রাফিক নিয়ন্ত্রণ এসব কাজ করে আসছিল। এমনকি মাজার, বিভিন্ন বিপণিবিতানসহ নানা প্রতিষ্ঠানের অনুরোধেও নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল র্যামব। গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে র্যাাবের টহল ও চেকপোস্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছে। গণমাধ্যমেও নানা আলোচনা চলছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই প্রয়োজনে আবার টহল দেবে এবং চেকপোস্ট বসিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে র্যা ব।
©somewhere in net ltd.