নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

ক্ষতিকর তামাক চাষ থেকে সরে এসে এবং বস্ত্র শিল্পের জন্য তুলা আমদানি হ্রাস করার লক্ষ্যে তুলা চাষে সরকারের বিশেষ প্রকল্প ১৪৯ উপজেলায়

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৩২

দেশের ১৪৯টি উপজেলায় তুলা চাষের বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। তামাক চাষ এলাকার চাষীরা যাতে করে তামাক চাষ থেকে সরে আসে এবং বস্ত্র শিল্পের জন্য তুলা আমদানি হ্রাস করা যায় সেই লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের প্রথম পর্যায়ে তুলা উন্নয়ন বোর্ডের সামর্থ্য ও তুলা চাষের সক্ষমতা বৃদ্ধির দ্বারা দেশে তুলা উৎপাদন বৃদ্ধি করা হবে। চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুনের মধ্যে যেসব জেলায় তামাক চাষের প্রবণতা বেশী সেই সব জেলায় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। সরকারের এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক এবং সত্যিই প্রশংসার দাবীদার। আমরা সব সময় তামাক চাষ বন্ধের কথা বলি, কিন্তু এ জন্য বিকল্প দরকার। কৃষকদের বিকল্প দিতে পারলে তারা ক্ষতিকর তামাকের চাষ থেকে সরে আসবে। এটি একটি সরকারের ভাল এবং কার্যকর উদ্যোগ। দেশের অধিকাংশ চাষী তামাক চাষে ঝুকে পড়েছে। তাই এই প্রকল্পের মধ্যমে তামাক চাষীকে তুলা চাষে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পের কাজ শুরু হলে একদিকে বস্ত্রশিল্প যেমন প্রাণ ফিরে পাবে অপরদিকে দেশে তুলা চাষের বিপ্লব ঘটবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.