| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুগন্ধি চাল রপ্তানির সুযোগ আরো এক বছর বাড়াচ্ছে সরকার। জুন ২০১৫ সাল পর্যন্ত সুগন্ধি চাল রপ্তানির সুযোগ পাবে ব্যবসায়ীরা। সরকার ইতিপূর্বে দুই দফা সুগন্ধি চাল রপ্তানির সময় বাড়িয়েছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী জুন মাসে। দেশি কালিজিরা ও চিনিগুঁড়ার ব্যাপক চাহিদা থাকলেও সেই বাজারের চাহিদা মেটাচ্ছে ভারতীয় বাসমতী চাল। বাংলাদেশের সুগন্ধি চালের প্রতি প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিদেশিদের চাহিদা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সবচেয়ে বেশি সুগন্ধি চালের চাহিদা রয়েছে। দেশ থেকে কালিজিরা, চিনিগুঁড়া, কাটারিভোগ, বাসমতী, তুলশিমালা জাতের সুগন্ধি চাল রপ্তানি হয়ে থাকে। কিন্তু কিছু ব্যবসায়ী সুগন্ধি চাল রপ্তানির নামে সাধারণ চাল রপ্তানি করে অর্থ পাচার করছিল। এ ধরনের একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকার বিগত ২০০৯ সালের ১৯ মে সব ধরনের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে সুগন্ধিসহ সব চাল রপ্তানি বন্ধ হয়ে যায়। সুগন্ধি চালের নামে সাধারণ চাল রপ্তানি করে অর্থ পাচার রোধ নিশ্চিত সহ সুগন্ধি চাল রপ্তানির সুযোগ আরো এক বছর বাড়িয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন এবং রপ্তানি বাণিজ্য চাঙ্গা করতে সচেষ্ট সরকার। এতে করে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।
©somewhere in net ltd.