![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক অস্থিরতার সময়ে রপ্তানি কিছুটা স্থিতিমিত হলেও সাম্প্রতিক সময়ে আবার বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে। আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি আরো ভাল হবে বলেও আশা প্রকাশ করেছে। এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং মূল্যস্ফীতি হ্রাস পাওয়াকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক দিক হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। প্রতিবেদনে বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরের প্রবৃদ্ধিকে আশাব্যঞ্জক উল্লেখ করে বলা হয়েছে, দেশে রাজনৈতিক অস্থিরতায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হলেও প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ ভাগ অর্জিত হয়েছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক থাকায় অর্থবছরের দ্বিতীয়ার্ধের অভ্যন্তরীণ চাহিদার ঘাটতি পূরণ হবে। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সূচকগুলোই বলে দিচ্ছে আগামী ২০১৪-১৫ অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২৫ ভাগ। সরকারের উন্নয়নের এই ধারাবাহিকতায় নিঃসন্দেহে বাংলাদেশ একদিন উন্নত দেশে পরিণত হবে তাতে কোন সন্দেহ নেই।
©somewhere in net ltd.