নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

উনান প্রদেশে বাংলাদেশী পণ্যের বাজার প্রসারে প্রধানমন্ত্রীকে আশ্বাস প্রদান চীনের

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য চীন সফরে চীনের কুনমিং-এর উনান প্রদেশের সাথে বন্ধুসুলভ আচরণ এবং আন্তরিকতার জন্য বাংলাদেশের সঙ্গে চীন বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সম্মত হয়েছে। তার প্রাদেশিক সরকার দু’দেশের মধ্যে পর্যটন উন্নয়ন ও কুনমিং-এ বাংলাদেশী ছাত্রদের লেখাপড়া করার সুযোগ সৃষ্টিকে গুরুত্ব দেবে। মায়ানমার হয়ে কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে গভর্নর প্রতিশ্রুতি প্রদান করেন। সম্পর্ক উন্নয়নের জন্য সংযোগই একমাত্র পথ। বাংলাদেশ কুনমিং-এর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশ পথ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করবে। কুনমিং-এ বাংলাদেশী পণ্যের বড় বাজার রয়েছে। প্রাদেশিক সরকার বাণিজ্য বৈষম্য কমিয়ে উন্নয়নে বাংলাদেশী পণ্যের সহজ বাজারজাতকরণে পদক্ষেপ নেবে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনার শেষে সমঝোতায় এসেছে এবং ভবিষ্যতে দুদেশের মধ্যে সুসম্পর্ক জোরদার করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.