নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে প্রযুক্তি সেবার সক্ষমতা বাড়াতে বর্তমান সরকারের পাশে নেদারল্যান্ডস সরকার। তথ্যপ্রযুক্তিতে মাইলফলক অগ্রযাত্রায় ১৫ কোটি টাকার সহায়তা

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৬

তথ্যপ্রযুক্তি সেবা খাতে সক্ষমতা বাড়াতে বাংলাদেশ সরকারকে সোয়া ১৫ কোটি টাকা সহায়তা দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। এতে স্থানীয়ভাবে বাংলাদেশের ৪০টি মনোনীত প্রতিষ্ঠান ইউরোপীয় মোবাইল অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সফটওয়্যার এবং গ্রাফিক্স খাতের আউটসোর্সিং বাজার বিস্তৃতিসহ বাংলাদেশের অর্থনীতিতে তথ্যপ্রযুক্তির নতুন মাত্রা সূচিত হবে। আমাদের অর্থনীতিতে, উন্নয়নে এনটিএফ-টু প্রকল্পের মতো এনটিএফ-থ্রি প্রকল্পও আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। এই সহায়তা আগামী ৩ বছর বেসিসের ১ বিলিয়ন রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। ২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশ প্রযুক্তি খাতে আয় করেছে প্রায় ১০০ মিলিয়ন ডলার। তথ্যপ্রযুক্তিতে এটা আমাদের জন্য অনেক বড় সাফল্য। আগামী পাঁচ বছরে এ খাত থেকে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় ১ বিলিয়ন ডলার সরকারি কোষাগারে যুক্ত হবে। বাজেটে পরবর্তী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা এ লক্ষ্যমাত্রা অর্জনের পথে আরেকটি মাইলফলক। স্বল্প সময়ের মধ্যে প্রযুক্তিতে পরিবর্তনে বাংলাদেশ বিশ্বের মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে অনন্য উদাহরণে রূপান্তরিত হবে। বিশ্বের ১৮০ বিলিয়ন ডলারের আউটসোর্সিং বাজারে বাংলাদেশ অচিরেই একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.