নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবে মীরসরাই ও আনোয়ারা অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৫০

চট্টগ্রামের মীরসরাই ও আনোয়ারায় বিশেষ ইকোনমিক জোন তৈরির পরিকল্পনা এখন বাস্তবে রূপ নেয়ার পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্প অনুমোদিত হওয়ার পর বিশেষ এ জোন বাস্তবায়নে আর কোন সংশয় নেই বলে মনে করছেন সরকার ও বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্টরা। শুধু রপ্তানিমুখী শিল্পই নয়, সব ধরনের শিল্প কারখানা স্থাপিত হবে বিশেষায়িত এই অর্থনৈতিক জোনে। একনেকে প্রকল্প অনুমোদিত হওয়ার পর তা ২০১৬ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। এ প্রকল্প দুটি বাস্তবায়িত হলে বিদেশী বিনিয়োগ যেমন বৃদ্ধি পাবে তেমনিভাবে বাড়বে কর্মসংস্থান। বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে বিশেষ পরিকল্পনা রয়েছে সরকারের। বিশেষ করে অতিসম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করে ফেরার পর বিশেষ অর্থনৈতিক জোন বাস্তবায়নের তোড়জোড় শুরু হওয়ায় এ ধারণা করা হচ্ছে। বিদেশী উদ্যোক্তারা যেন নতুন বিশেষ ইকোনমিক জোনে আকৃষ্ট হন সে জন্য সরকার ভূমি, গ্যাস লাইন, বিদ্যুৎ সরবরাহ এবং উপযুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগ নিয়ে এর বাস্তবায়ন কাজ অতি দ্রুত শুরু করেছে। কর্মসংস্থান সৃষ্টি এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের মীরসরাই ও আনোয়ারায় বিশেষ ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজটি দ্রুত এগিয়ে নেয়া হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.