![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দোলন সৃষ্টি হয় ধাপে ধাপে, একলাফে নয়। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরও বিএনপি-জামায়াত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করতে নানাপ্রকার বিকৃত তথ্য নতুন প্রজন্মের নিকট হাজির করে, তারা নতুন প্রজন্মকে ভাবতে শেখায় বাংলাদেশের স্বাধীনতা এক ঘোষণায় (যে ঘোষণার কোন অনুমোদন নেই) হঠাৎ করে আকাশ থেকে উড়ে এসেছে। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলনের ধারাবাহিকতায় ঐতিহাসিক ৬ দফা; ঐতিহাসিক ৬ দফার ভিত্তিতে ৬৯ এর গণঅভ্যুণ্থান, ৭০ এর নির্বাচন, অতঃপর ২৬ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। এগুলোই হলো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। কিন্তু যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, মূলতঃ তাদেরই পক্ষে দাড়িয়েছে আজকের বিএনপি ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জামায়াত। আর তাই তারা ক্রমাগত ইতিহাস বিকৃতির প্রচেষ্টা অব্যাহত রেখে আগামীদিনের ইতিহাসে নিজেদের ‘ইতিহাসের বেঈমান’ হিসাবে চিহ্নিত করার কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার আর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের মধ্যে কোন পার্থক্য নেই। এদের প্রতিহত করতে দেশের সাধারন মানুষকে শক্ত প্রতিরোধ গড়ে তলতে হবে।
©somewhere in net ltd.