![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সপ্তাহে অন্তত একদিন গরিব রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন সরকার। দেশের গরীব ও শ্রমজীবী জনগোষ্ঠীর গর্ভবর্তী মায়ের সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি। তাই বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে সপ্তাহে অন্তত একদিন বিনামূল্যে প্রসব ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বের মধ্যে সবচেয়ে স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। তবে সরকারের একার পক্ষে বিপুল সংখ্যক জনগণের জন্য সেবা নিশ্চিত করা দুরূহ। এ জন্য বিত্তশালী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর মালিকদের এগিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমেছে। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও সরকার জনগণের কল্যাণে একের পর এক কর্ম-পরিকল্পনা ও উদ্যোগের পাশাপাশি বাস্তবায়ন করে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে।
©somewhere in net ltd.