![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারেক জিয়া দেশের বিরুদ্ধে যাহা বলছেন তাহা তাদের দলীয় অভিব্যাক্তি। সে জন্য বেগম খালেদা জিয়া, মির্জা ফকরুল, রুহুল কবির রিজভি তারেক জিয়ার বক্তব্য সমর্থন করে বক্তব্য দিতেছেন, সভা সমাবেশ করছেন। তাকে আমরা যত হালকা করে দেখি না কেন আসলে তার পিছনে রয়েছে আইএসআইসহ শক্তিধর দেশের সমর্থন। কথায় বলে ‘খুটার জোরে মেড়া কুদে’ সেজন্য তারেক জিয়ার এই আস্ফালন, ইতিহাস বদলে তার হীন চেষ্টা তাকে আস্থা কুড়ে নিক্ষেপ করবে তাতে সন্দেহ নেই। কিন্ত তাই বলে আমাদের বসে থাকলে চলবে না। তারেক জিয়া এবং তার দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থতা নিতে হবে। সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার দেশের মানুষ তাহা আশা করে। সাংবিধানিক সরকার এর বিরুদ্ধে কথা বলা রাষ্ট্রদ্রোহীতার সামিল। আইনি কাঠামো বজায় রেখে দেশ বিরোধী অপ শক্তিকে রুখতে দেশের জনগণ সরকারের সাথে আছে। জনগনের জন্য বিএনপির মায়া কান্না, রাজনীতির মাঠ ছেড়ে তাই তারা বিদেশ নির্ভরতাকে সঙ্গী করেছে। এখন দেখা যায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করতে। তাদের নিয়ে চা চক্র হয় গুলশান কার্যালয়ে। বিদেশি বন্ধুরা ইতি মধ্যে বুঝে গেছে বিএনপি একটি মেরুদণ্ডহীন দল যে কিনা পরাশক্তির আশায় চাতক পাখির মত ফটিক জল ফটিক জল করছে। অন্য দিকে তারা জামাতসহ স্বাধীনতা বিরোধী জোটকে সঙ্গে নিয়ে দেশের মানুষের সঙ্গে অসম যুদ্ধে লিপ্ত রয়েছে।
©somewhere in net ltd.