নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেল সরকারের “এটুআই প্রকল্প”

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৫

তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের জীবনমান পরিবর্তনের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪’ পেয়েছে এক্সসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দফতরে এ পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জনগণের দোরগোড়ায় সেবা ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১’ বাস্তবায়ন এবং ৫ বছরের মধ্যে মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়। ডব্লিউএসআইএস পুরস্কার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে উদ্যোগ ও বাস্তবায়নের বড় ধরনের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে এবং ইউএনডিপি ও ইউএসএআইডির কারিগরি সহায়তায় এটুআই প্রকল্প প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। দেশের সব ইউনিয়ন ও জেলায় তথ্য সেবাকেন্দ্রসহ কয়েকটি প্রকল্পের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে এটুআই। হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, আইসিটি ইনকিউবেটর এবং কম্পিউটার ভিলেজসহ অন্যান্য অবকাঠামো তৈরির কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক ন্যায়বিচার এবং অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সুখী-সমৃদ্ধ ও সংবেদনশীল সমাজ গড়ে উঠেছে। এসব কারণে ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৪’ পেয়েছে এক্সসেস টু ইনফরমেশন (এটুআই)। এই পুরস্কার দেশ ও জাতির জন্য যেমন সম্মান নিয়ে এলো তেমনি ভবিষ্যতের কার্য উদ্যামকে বহু গুনে বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.