![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদৃঢ় অবস্থায় দেশের খাদ্য পরিস্থিতি। বিগত বছরের চেয়েও এ সময় দুই লক্ষাধিক মেট্রিক টন মজুদ বেড়েছে। অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্য সংগ্রহের কার্যক্রমের অগ্রগতিও উল্লেখযোগ্য। ইতোমধ্যে সাত লক্ষাধিক মেট্রিক টন চাল এবং প্রায় দেড় লাখ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। এই সংগ্রহ অভিযান চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ে এবারের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের খাদ্য মজুদের পরিমাণ ১১ লাখ ১৯ হাজার ৯৮৪ মেট্রিক টন। গত বছর এই সময়ে দেশের মজুদ ৯ লাখ ৫৮২ মেট্রিক টন। সে হিসেবে গত বছরের চেয়ে বর্তমানে মজুদ বেড়েছে দুই লাখ ১৯ হাজার ৪০২ মেট্রিক টন। বর্তমানে মুজদের মধ্যে চাল রয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬২ মেট্রিক টন। গম ৪ লাখ ১১ হাজার ২৫৩ মেট্রিক টন এবং ধান রয়েছে দুই হাজার ২৬০ মেট্রিক টন। গত বছর এই সময়ে মজুদ ছিল চাল ৬ লাখ ৪৪ হাজার ৮৫৫ মেট্রিক টন। গম ছিল দুই লাখ ৫৩ হাজার ৯৮০ মেট্রিক টন এবং ধান ছিল দুই হাজার ৬৮৮ মেট্রিক টন। দেশের খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক। গতবারের তুলনায় অনেক বেশি। বর্তমানে দেশে সরকারীভাবে কোন চাল আমদানি করা হচ্ছে না। বেসরকারীভাবে কখনও কখনও কিছু চাল আমদানি করা হয়ে থাকে। তবে কিছু সুগন্ধী চাল আমদানি করা হয়। আবার বাংলাদেশ থেকেও কিছু সুগন্ধী চাল রপ্তানি হয়ে থাকে। এটি চলমান প্রক্রিয়া। অন্যান্য বারের চেয়ে মজুদ পরিস্থিত অনেক ভাল। মজুদ পরিস্থিতি নিয়ে দেশের জনগণ সন্তোষজনক অবস্থায় রয়েছে।
©somewhere in net ltd.