![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। দেশের সকল মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরে দেশের সর্বত্র ধানের বাম্পার ফলন হওয়ার পিছনেও রয়েছে নানা ভূমিকা। রাসায়নিক সার, বীজ ও অন্যান্য উপকরণের সরবরাহ বৃদ্ধি ও সহজলভ্য করা হয়েছে। সেচের জন্য ডিজেল ভর্তুকি প্রদানসহ সেচ মৌসুমে বিশেষ ব্যবস্থাপনায় সেচ যন্ত্রে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। নোনা পানি সহনীয় এবং খরা সহনীয় ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। এ জাতের ধানের চাষ দেশের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শুরু হওয়ায় ধানের উৎপাদন আরো বেড়েছে। কৃষকদের জন্য ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগ প্রদানসহ সহজ শর্তে বর্ধিত হারে ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য অধিকতর উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে সরকারি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের আওতায় কৃষকদের নিকট থেকে অধিক পরিমাণে খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে। টেকসই ও বহুমুখী কৃষি উন্নয়নে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম, সেচের জন্য পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন, কৃষি উপকরণের গুণগত মান বৃদ্ধি ও জমির উর্বরতা সংরক্ষণ, মৎস্য সম্পদ উন্নয়ন, পশু সম্পদ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া কৃষি বাজার ব্যবস্থা উন্নয়নও এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাম্পার ফলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
©somewhere in net ltd.