![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামীণ এলাকায় তথ্য প্রযুক্তির প্রসারের জন্যে আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছে বাংলাদেশ। দেশের সাড়ে চার হাজারের মতো ইউনিয়নের লাখ লাখ মানুষের কাছে কম্পিউটার ও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্যে জাতিসংঘের একটি সংস্থা “ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন” (আইটিইউ) বাংলাদেশকে সরকারকে এই সম্মান দিয়েছে। এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে গ্রামের মানুষ এখন স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য খুব সহজেই সংগ্রহ করতে পারছেন। যোগাযোগের ক্ষেত্রেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জমির রেকর্ড নষ্ট হলে বা হারিয়ে গেলে সেটা সংগ্রহের জন্য আগে উপজেলা এবং জেলা শহরে ছুটতে হতো। এখন সেই রেকর্ড ইউনিয়নের সেবাকেন্দ্র থেকেই সহজে পাওয়া যায়। জমির পর্চা বা রেকর্ড পাওয়ার জন্য এখন তথ্য সেবা কেন্দ্রে আবেদন করলেই সহজে তা পাওয়া যায়। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে অল্প খরচে স্কাইপের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলতে পারছেন প্রবাসীদের আপনজনরা। কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে সেবা দেওয়ার পাশাপাশি পাসপোর্টের ফরম পূরণ করাসহ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন কাজ তারা করে থাকেন। দেশে সাড়ে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজেলা-জেলা পরিষদগুলোতেও তথ্য সেবা কেন্দ্র বিভিন্ন সেবা দিচ্ছে। দেশ যে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে তা গ্রামীণ এলাকার তথ্য প্রযুক্তির এই প্রসারই বলে দেয়।
©somewhere in net ltd.