![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের আবাসন সমস্যা সমাধানে সরকার সারাদেশে ৪৭টি প্রকল্প বাস্তবায়ন করছে। এগুলোর মধ্যে ঢাকায় লালমাটিয়া, মোহাম্মদপুর ও মিরপুরে সাতটি প্রকল্প রয়েছে। এ ছাড়াও রাজউক মধ্যবিত্তদের জন্য পূর্বাচল, উত্তরা ও ঝিলিমিল প্রকল্পে প্রায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণ করছে। সারাদেশে পরিকল্পিত আবাসিক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গড়ে তোলা হয়। এ প্রতিষ্ঠান সারাদেশের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের আবাসন সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। একই সাথে আবাসন শিল্পের কারণে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দেশে কাঁচ, সিরামিক, ইট, সিমেন্ট রড কারখানাও জাতীয় প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা পালন করছে। আবাসন শিল্পের চাহিদা পুরণের সাথে সাথে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও জ্বালানীর সুষ্ঠু ব্যবহারের দিকে বিশেষ নজর রয়েছে বর্তমান সরকারের। দেশে বাস্তবায়িত সরকারের এমন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পরিকল্পিত আবাসিক ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে।
©somewhere in net ltd.