নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সরকারী কাজে গতি বাড়াতে সব মন্ত্রণালয় ও বিভাগ ই-সার্ভিসের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে সরকার

১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৫১

সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ এখন থেকে ই-সার্ভিসের আওতায় আসছে। সরকারী কাজে গতি বাড়াতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কাগজবিহীন ফাইল নিষ্পত্তির এ ব্যবস্থা চালু করছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের করবি হলে ই-সার্ভিস বাস্তবায়নবিষয়ক কর্মশালায় এ তথ্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এতে সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা তাদের সিদ্ধান্ত জানাবেন ই-সার্ভিসের মাধ্যমে। দেশের বাইরে থাকলেও সিদ্ধান্ত জানাতে দেরি হবে না। তথ্য-প্রযুক্তি কাজে লাগিয়ে কাগজবিহীন এ ব্যবস্থা চালু করছে সরকার। তথ্য-প্রযুক্তি এখন এদেশের উন্নয়নের শ্লোগানে পরিণত হয়েছে। তথ্য-প্রযুক্তিনির্ভর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তুত হয়েছে। জনগণ এখন ই-সার্ভিস গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত হয়েছে। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের বদলাতে হবে। দক্ষতার সঙ্গে সরকারী সেবা প্রাপ্তির প্রক্রিয়াকে সহজতর করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় অতি অল্প সময়ে তা পৌঁছে দিতে হবে। খুব শিগগিরই সব মন্ত্রণালয়ে ই-ফাইলিং চালু হবে। এটা চালু হলে একদিকে যেমন কাজে গতি বাড়বে তেমনি অন্যদিকে সময় ও অর্থ সাশ্রয় হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.