![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধি সত্ত্বেও দরিদ্র মানুষের সংখ্যা কমে এসেছে ২৬ শতাংশে। বর্তমান সরকারের সময় স্বাস্থ্য খাত এগিয়েছে অনেক দূর। শিশুমৃত্যুর হার কমে এসেছে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। অন্যদিকে শিক্ষা খাতে উন্নয়ন চোখে পড়ার মতো। স্বাক্ষরতার হার বেড়েছে অভাবনীয় মাত্রায়। ৯৮ শতাংশ মেয়েশিশু হয়েছে স্কুলমুখী, যা ভেঙেছে সর্বকালের রেকর্ড। এটি বর্তমান সরকারের লিঙ্গসমতা ও দেশজুড়ে শিক্ষা প্রসার নিশ্চিতে ভূমিকা রাখার প্রমাণ। বিএনপি-জামায়াত জোট সরকারের সঙ্গে যদি বর্তমান সময়ের তুলনা করা হয় তাহলে দেখা যাবে, নানা ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কর্মসংস্থানের সুযোগ। আত্মনির্ভরতা ও আত্মকর্মসংস্থান বৃদ্ধির এ হার ১০ শতাংশ। এর ফলে ঘরে ঘরে কমেছে বেকারত্ব। কাজের সুযোগ সৃষ্টি হয়েছে বহু ক্ষেত্রে। পরিবারগুলোতে সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে একাধিক উপার্জনক্ষম ব্যক্তি। ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত ৭ বছরে গড় আয় বেড়েছে ৫.৫০ শতাংশ। দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। বিগত পাঁচ বছরে বাংলাদেশ দ্রুত সাফল্য পেয়েছে কৃষি, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নে। আর এসব কিছুই সম্ভব হয়েছে সরকারের নিরলস প্রচেষ্টা এবং কঠোর তদারকির মাধ্যমে।
©somewhere in net ltd.