নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

রাজশাহী মহানগরীতে বিশুদ্ধ পানি সরবরাহের স্থায়ী সমাধানে রাজশাহীর ওয়াসাকে ঢেলে সাজাতে নতুন প্রকল্প। চুক্তি হয়েছে চীনের সংগে

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৭

বিশুদ্ধ পানির সমস্যা থেকে স্থায়ী সমাধান পাওয়ার আশা করছে রাজশাহী মহানগরবাসী। চরম পানি সংকটের মুখে ২০১১ সালের ১০ মার্চ রাজশাহীতে ওয়াসা প্রতিষ্ঠিত হয়। এখন ওয়াসার বিকল হয়ে থাকা সেই ‘শহীদ এ এইচ এম কামারুজ্জামান পানি শোধনাগার’ নতুন করে প্রকল্পের মাধ্যমে সম্পন্ন করে নগরীতে পানি সরবরাহ করবে সরকার। রাজশাহী ওয়াসাকে ঢেলে সাজাতে ৪ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে চীনের সঙ্গে বাংলাদশেরে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রাজশাহী ওয়াসার পানি শোধনাগার নির্মাণ অন্যতম। পরিকল্পনার মধ্যে গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে পদ্মা নদীর দুইপাশে বাঁধ নির্মাণ করা হবে। একদিকে চলবে পানির প্রবাহ আর অন্যদিকেও থাকবে প্যারালাল। সেখান থেকে নিয়মিত পদ্মা নদীতে রিচার্জ হতে থাকবে। ফলে রাজশাহী থেকে রাজবাড়ীর পাংশা পর্যন্ত পদ্মা নদীতে সবসময় পানি থাকবে। পদ্মা নদীর পানি শোধন করে রাজশাহী ওয়াসা তা পাইপ লাইনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহ করবে। এ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজশাহীবাসী আর বিশুদ্ধ পানির সমস্যায় ভুগবে না, বিশুদ্ধ পানি সরবরাহের স্থায়ী সমাধান পাবে রাজশাহীবাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.