নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে ২০০ কোটি টাকার তহবিল চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার

১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৫

পাট শিল্পে ২০০ কোটি টাকার তহবিল কৃষক পর্যায়ে চূড়ান্ত নিশ্চিত করতে আসন্ন পাট মওসুমের আগেই ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল চালু করছে কেন্দ্রীয় ব্যাংক। পাট ব্যবসায়ীদের মধ্যে চাহিদা বাড়াতে এ ধরনের তহবিল চালু করা হচ্ছে। ইতিমধ্যে তহবিল গঠনের বিষয়ে অবহিত করতে সরকারি-বেসরকারি ২৬টি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। পাট মওসুমের আগেই এ তহবিল থেকে সহজ শর্তে ঋণ নিয়ে কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা যাতে পাট কিনতে পারবেন। যা শিগগিরই সার্কুলার আকারে জারি করা হবে। চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ৫ শতাংশ হারে (ব্যাংক রেটে) ব্যাংকগুলোকে এ তহবিল দেবে কেন্দ্রীয় ব্যাংক। লাইসেন্সধারী কাঁচা পাট ব্যবসায়ী, আড়তদার ও পাট মিল মালিকরা এ তহবিল থেকে সিঙ্গেল ডিজিটে ঋণ পাবেন। যার সর্বোচ্চ সুদ হবে ৯%। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যাংকগুলো থেকে ব্যবসায়ীরা সহজ শর্তেও এ ঋণসুবিধা পাবেন। সরকারের আগ্রহে গত বছর পাট ব্যবসায়ীদের জন্য ২০০ কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের সুপারিশ করে অর্থ মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়। সরকারের এ পদক্ষেপে পাট শিল্পের হারানো গৌরব ফিরে পাবে আশায় বুক বেধেছে পাট শিল্প সহ চাষী ও ব্যবসায়ীরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.