![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির নেতাকর্মীরা এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দল প্রতিষ্ঠার পর এমন দুঃসময় কখনও দেখেননি তারা। এ কারণে হতাশাগ্রস্ত বিএনপির অধিকাংশ নেতাকর্মীই এখন রাজনীতি থেকে কার্যত দূরে সরে আছেন। দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে দূরে থাকায় হতাশার কালচিটে দাগ আর বয়সের ভারে রোগাক্রান্ত দলের সিনিয়র নেতাদের অনেকেই এখন আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের আড়াল করে রাখছেন। ব্যক্তিগত কাজ-কর্মে অংশ নেয়ার পাশাপাশি শুয়ে-বসে সময় পার করছেন তারা। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ফলে জাতীয় সংসদে বিরোধী দলের মর্যাদাও হারিয়ে ফেলেছে বিএনপি। এ কারণে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াও বিরোধী দলের নেতার মর্যাদা হারিয়েছেন। সরকারপ্রধান ও বিরোধী দলের নেতা থাকাকালে খালেদা জিয়া তার অবস্থানের কারণেই বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশ নিতেন। দলীয় কর্মসূচীর পাশাপাশি এ সব নিয়ে প্রতিদিনই তাকে ব্যস্ত সময় কাটাতে হতো। কিন্তু এখন ক্ষমতা থেকে দূরে থাকার পাশাপাশি বিরোধী দলের নেতার মর্যাদা হারানোয় তেমন কোন কর্মসূচীতে তাকে অংশ নিতে হয় না। এ ছাড়া বিএনপির এখন রাজনৈতিক কর্মসূচীও তেমন নেই। দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তার ওপর ২ ছেলে দেশের বাইরে আর মামলা নিয়ে খালেদা জিয়া এখন চরম অস্বস্তিতে আছেন। এ ছাড়া পায়ের ব্যথাসহ তিনি কয়েকটি জটিল রোগে আক্রান্ত বলেও জানা গেছে। এ জন্য দিনের অধিকাংশ সময় তিনি গুলশানের বাসায় ঘুমিয়েই কাটিয়ে দেন। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন তিনি রাত ৮টার পর গুলশান কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কিছু সময় কাটান। তারপর বাসায় ফিরে ব্যক্তিগত কাজকর্ম সেরে প্রতিদিন গভীর রাতে ঘুমাতে যান। মাঝে-মধ্যে দলীয় কোন কর্মসূচীতে অংশ নিলেও সেখানে বেশি সময় দেন না তিনি। এই হইতেছে সাবেক বিরোধী দলীয় নেতার বর্তমানের দৈনিক জীবনাচার।
©somewhere in net ltd.