নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বিদেশী সাংবাদিকরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে, সাদাদিধে মানুষ ও তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ নামের রাষ্ট্রকে সুপরিচিত করেছে

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৮

বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বিদেশী সাংবাদিকদের নিয়ে 'পরিচিতিমূলক ভ্রমণ' বা 'ফ্যামিলিএরাইজেশন ট্যুর-১৪' সংক্ষেপে 'ফ্যাম ট্যুর'। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত এই ট্যুরে অংশ নিতে জাপান, চীন, জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া ও রাশিয়াসহ মোট ৯ দেশ থেকে ২৮ অতিথি ঢাকা এসেছিলেন। তারা সবাই সাংবাদিক (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), ফটোজার্নালিস্ট, ট্রাভেল রাইটার, ডক্যুমেন্টারি নির্মাতা, ব্লগার, অনলাইন ট্রাভেল রাইটার। অতিথিরা ঢাকা ও ঢাকার বাইরে তিনটি বিশ্ব ঐতিহ্য-পাহাড়পুর বৌদ্ধবিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখার পাশাপাশি আমাদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, খাদ্য, জীবনযাত্রা, উৎসব, পুরাকীর্তি, ঐতিহাসিক নিদর্শন, জীববৈচিত্র্য, নদীমাতৃক বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। অতিথিবৃন্দ আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের সাদাদিধে মানুষ ও তাদের আতিথেয়তায় মুগ্ধ হন। সমগ্র ভ্রমণে অতিথিবৃন্দ টাঙ্গাইল, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, রাজশাহীর পুঠিয়া, কুষ্টিয়ার লালন শাহের আখড়া, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, বান্দরবানসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি তারা ফুলেল শ্রদ্ধা জানিয়েছিলেন। এ ছাড়াও সাংবাদিকবৃন্দ ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। আমাদের মুখরোচক খাদ্যের স্বাদ নিতে তারা ভোলেননি। রূপসী বাংলা হোটেলে স্থানীয় সাংবাদিক সমাজ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তারা মতবিনিময় সভায় মিলিত হন এবং এ দেশে তাদের ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করেন। বিদেশী সাংবাদিকরা বাংলাদেশ সরকারের, দেশের সৌন্দর্যে, দেশের সাধারণ মানুষের ও তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গোটা বিশ্বের কাছে বাংলাদেশ নামক রাষ্ট্রকে সুপরিচিত করে তুলেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.