![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজানে ভোগ্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে মজুদ বিরোধী অভিযানে নামছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট তিনটি আইনের প্রয়োগ নিশ্চিত করতে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে। আইন অনুযায়ী প্রতিটি পাইকারি, খুচরা ও পরিবেশক পর্যায়ের প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করার বিধান থাকলেও তা অনেক ব্যবসায়ী মানছেন না। এছাড়াও কোনো কোনো ব্যবসায়ী ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার মাধ্যমে ভোগ্য পণ্যের বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। এ বাস্তবতায় রমজানে ভোক্তাদের যাতে অধিক কষ্ট না হয় সেজন্য সরকার ৫ দফা নির্দেশনা জারি করেছে। এগুলো হচ্ছে- ভোগ্য পণ্য বিক্রেতাদের সব ধরনের প্রতিষ্টানে প্রকাশ্যে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করতে হবে। বিপণনের ক্ষেত্রে বিক্রির রশিদ প্রদান নিশ্চিত করতে হবে। প্রদর্শিত মূল্যের বাইরে অতিরিক্ত মূল্য গ্রহণ করা যাবে না, পাইকার, পরিবেশক ও খুচরা বিক্রেতা ক্রেতার নিকট পাকা রশিদ দিতে বাধ্য থাকবে এবং বাজার পরিদর্শন দল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দলকে চাওয়ামাত্র সব ধরনের প্রমাণপত্র সরবরাহ করতে হবে। এ নিয়মের ব্যতয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করতে হবে। অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঢাকা মহানগরির জন্য ১৪টি বাজার তদারকির দল গঠন করা হয়েছে। সরকারের এ উদ্যোগে জনগণের মনে কিছুটা হলেও শান্তি ফিরে এসেছে।
©somewhere in net ltd.