নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

গর্ভবতী মহিলাদের প্রসবকালীন সময়ে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার নির্দেশনা। কোন ব্যাত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সরকারের

০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০

মাতৃ ও শিশু মৃত্যু রোধ করতে প্রসূতিদের বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নির্দেশনা ইতোমধ্যে সারাদেশের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। সন্তানসম্ভবা নারীদের স্বজনরা হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, যারা অ্যাম্বুলেন্সের ভাড়ার অভাবে অদক্ষ দাই দিয়ে সন্তান জন্ম দিতে গিয়ে অকালে মারা যান। তাই সরকার বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রসূতিদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স দেয়ার ক্ষেত্রে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের অবহেলা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমন কি চলতি অর্থবছরের মধ্যে দেশের ২০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ এবং সিসিইউ স্থাপন করা হবে। সরকারের এ পদক্ষেপে প্রসূতিরা অনেকাংশে উপকৃত হবে। গরীব-দুঃস্থদের দুঃখ লাঘবের পাশাপাশি মা-সন্তানের মৃত্যুর হার কমে আসবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.