![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী ২৬ জুলাইয়ের মধ্যে পোশাক শ্রমিকদের চলতি মাসের বেতনের অংশ ও ঈদের বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মালিকরা জুলাই মাসের বেতনের অংশ পরিশোধ করবেন। এ ব্যাপারে সরকার এবং মালিক পক্ষের সাথে মত বিনিময় হয়েছে। শ্রমিকদের সন্তুষ্টির ওপর নির্ভর করে মালিকরা জুলাই মাসের ১৫ দিন কিংবা ২০ দিনের বেতন পরিশোধ করবেন। অনেক প্রতিষ্ঠানে ইতিমধ্যে বোনাস পরিশোধও করা হয়েছে। কোনো কারখানা বেতন-ভাতা পরিশোধ না করলে শ্রমিকরা অভিযোগ জানাতে পারবেন। এ ছাড়া বিজিএমইএ, বিকেএমইএ বেতন-ভাতা পরিশোধের বিষয়টি যৌথভাবে তদারকি করবে। বিগত দিনের মত আর যেন বেতন-ভাতা নিয়ে শ্রমিক-মালিকদের কোন সংঘর্ষ না হয় সে ব্যাপারে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সরকারের এ পদক্ষেপে শ্রমিকরা আসন্ন ঈদ হাসিমুখে পালন করতে পারবে বলে সবাই ধারনা করছে।
©somewhere in net ltd.