নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

মতিউর রহমান একজন ভাড়াটে সাংবাদিক

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৯



সাংবাদিকতা একটি মহৎ পেশা। সমাজের অনাচার অনিয়ম রাষ্ট্রের দৃষ্টিগোচর করা হোল তাদের সামাজিক দায়বদ্ধতা, এই বোধ থেকেই তারা সাংবাদিকতা করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী জান্তার রক্ত চক্ষু উপেক্ষা করে বিদেশি অনেক সাংবাদিক তাদের পেশা গত দায়িত্ব পালন করে গেছেন, এদের মধ্যে উল্লেখ করা যায় – আন্থনি মাস্কারাঞ্ছ, লরেঞ্ছ লিপ্সুলজ, অ্যালেঞ্ছ গিঞ্চবারগ এই সব সাংবাদিকের মহৎ ত্যাগ এর ফলে আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে, বিশ্ববাসী জানতে পেরেছে পাকি নির্মমতা, বাঙ্গালী নিধন যজ্ঞের খবর। দেশীয় সাংবাদিকরা অবরুদ্দ ঢাকায় থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। ঐ সব সাংবাদিকের উত্তরসুরি বর্তমান সাংবাদিকেরা, তাদের মধ্যে অনেকে উত্তরসুরিদের ঋণের বুঝা বহন করেন না। তেমনি একজন সাংবাদিক মতিউর রহমান, বর্তমানে মানবজমিন পত্রিকার সম্পাদক। ব্রিটিশ ট্যাবলেট পত্রিকার অনুকরনে তৈরি বিনোদন মূলক পত্রিকা। ফিল্মি দৃশ্য, ক্রাইম রিপোর্ট এ ভরপুর এই পত্রিকা। ২০০৪ সালে নামমাত্র মূল্যে পত্রিকাটি বিক্রি হতো তখন এর পাঠক সংখ্যা ছিল নিতান্ত হাতেগুনা। টিন এজাররাই ছিল এর পাঠক। হাল জামানায় মতিউর রহমান তার পত্রিকায় সরকার বিরোধী সংবাদ পরিবেশন করছেন। টিভি চ্যানেল বাংলাভিশন এ টকশোর নাম করে প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাইতেছেন। তিনি বিএনপির ভাড়াটে সম্পাদক, ভাড়াটে সন্ত্রাসী পাওয়া যায় কিন্ত ভাড়াটে সম্পাদক বিষয়টি বাংলা অভিধানে নতুন সংযোজন দেশবাসী এই অপসম্পাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই প্রত্যাশা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.