![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণস্বাস্থ্য হাসপাতালের পরিচালক ডঃ জাফরুল্লাহর জন্ম কলকাতা শহরে ২৭ ডিসেম্বর ১৯৪১ সালে। শৈশব কৈশোর কেটেছে পশ্চিমবঙ্গে। ব্যক্তিগত জীবনে চিরকুমার, জীবনের প্রতি বহিমান এই বৃদ্ধ যুবা এখনও স্বপ্ন দেখেন পাকিস্তানের সাথে আবারও এক হয়ে উর্দু তুমুদ্ধুন মজলিস বাংলাদেশে ফিরিয়ে আনার। প্রতিনিয়ত স্বপ্ন দেখেন কবে হবে তার পেয়ারের পাকিস্তান। নিজেকে বুদ্ধিজীবী দাবী করেন অথচ ইতিহাসের পাঠ জানেন না। কেন না ইতিহাস কখনও পিছনে ফিরে আসে না, ইতিহাস সবসময় সামনের দিকে এগিয়ে যায়। গনস্বাস্থ্য হাসপাতাল গরীবের জন্য তৈরি করা হোলেও এখানে গরীব মানুষের কোন চিকিৎসা করা হয় না, চিকিৎসা বিদ্যার ডিগ্রী দেওয়া হোলেও গরীব মানুষের ছেলে মেয়েদের এখানে পড়ার কোন সুযোগ নেই। আপাদমস্থক পুজিবাদি এই বুদ্ধিজীবী শোষণ মূলক সমাজ ব্যবস্থা বজায় রাখতে চান। সে জন্য তিনি বিএনপি-জামায়াত এর রাজনীতি মনে প্রানে সমর্থন করেন। বিভিন্ন টক শো, লেখা-লেখির মাধ্যমে পাকিস্তানের গুনকীর্তন করেন। বাংলাদেশে বাস করে এদেশের আলো বাতাসে পুষ্ট হয়ে পাকিস্তানের যিকির করা রাষ্ট্রদ্রোহের সামিল। এ বিষয়ে আইন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে দেশের মানুষ আশা করে।
©somewhere in net ltd.