নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

“অধিকারের” আদিলুর রহমান ‘মানবাধিকারের’ নামে দেশে বিদেশে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১১

১। তৃতীয় শ্রেণীতে এলএলবি পাশ করা আদিলুর রহমান বিএনপির গত সরকারের আমলে ডেপুটি এ্যাটর্নি জেনারেল ছিলেন ।



২। এ অর্বাচীন ব্যক্তি বিএনপি আমলে সকল চিহ্নিত ও দুর্ধর্ষ বিএনপি/জামায়াত সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত ও দেশ থেকে পালানোর ব্যবস্থা করেছিলেন।



৩। ডেপুটি এ্যাটর্নি জেনারেল থাকাকালে আদিলুর রহমান সরকারী খরচে প্রতিমাসের প্রায় ২০ দিনই দেশের বাইরে বিলাসী বিদেশ ভ্রমনে ব্যস্ত থাকতেন ।



৪। সেই সময়ই তিনি তৎকালীন জ্বালানী মন্ত্রী মাহমুদুর রহমানের (আমার দেশ পত্রিকার সম্পাদক) যোগসাজসে প্রচুর সরকারী অর্থ আত্মসাৎ করেন।



৫। তারেক জিয়ার দুর্নীতি মামলায় তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই আদিলুর রহমান আওয়ামী লীগ সরকার ও দেশের বিরুদ্ধে দেশে বিদেশে ব্যাপক ষড়যন্ত্র আর মিথ্যা প্রচারনা শুরু করেন।



৬। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে গত ৫ মে ২০১৩ তারিখে হেফাজতের দ্বারা দেশকে বিচ্ছিন্ন ও ধ্বংস করার জামায়াত-বিএনপির অভিযাত্রায় আর্থিক/প্রাতিষ্ঠানিক ও দলগতভাবে সকল ধরনের প্রত্যক্ষ মদদ/সহযোগিতা দেন।



৭। এই আদিলুর রহমান গং বিএনপি-জামায়াত-হেফাজতের সেই দিনের রাষ্ট্রদ্রোহী ও সমাজ বিরোধী অভিযান ব্যর্থ হওয়ার পর সরকারের বিরুদ্ধে প্রথমে ১৪১ জন আর পরবর্তীতে সংশোধন করে ৬১ জন আলেম হত্যার ব্যাপক মিথ্যা প্রচারনা দেশে বিদেশে করেন।



৮। বর্তমানে বাংলাদেশসহ সশস্ত্র বাহিনীর জাতিসংঘ মিশন বন্ধ করার জন্য ভারতের Asian Centre for Human Rights (ACHR), যুক্তরাষ্ট্রের Open Society Foundation (OSF) সহ বিভিন্ন ভূইফোড় নামসর্বস্ব এনজিওদের দ্বারা দেশের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র আর প্রচারনা করছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.