![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি ডঃ তুহিন মালিক, শিবির এর হাত ধরে তার রাজনীতিতে আগমন এরপর সরকারি চাকীরিতে সুবিধা করতে না পেরে ইসলামী ব্যাংকের টাকায় লন্ডন থেকে বার অ্যাট”ল ডিগ্রী নিয়ে আইন পেশায় যোগদান করেন। শুরু করেন দেশ বিরোধী রাজাকার আলবদরদের পক্ষ নিয়ে মামলা পরিচলনা করা। তার উত্তর সুরি ব্যরিস্টার আব্দুর রাজ্জাক বর্তমানে লন্ডন অবস্থান করায় ডঃ তুহিন মালিক তার রেখে যাওয়া দায়িত্ব পালন করছেন। মৌলবাদের উপর কোন বার অ্যাট”ল ডিগ্রী দেওয়া হয় কিনা এ বিষয়ে যথেষ্ট সন্ধ্যেহ রয়েছে। বিশ্বে রুমান আইন প্রচলিত রয়েছে। ব্রিটিশ”ল রুমান আইন দ্বারা পরিচালিত। বাংলাদেশে মৌলবাদী রাজনীতির পতাকা ধারী জামায়াত-শিবির এর প্রতিনিধি ডঃ তুহিন মালিক এই দেশে শরিয়া আইন চালু করতে চায়। যেখানে নারীর অধিকার খর্ব হবে। বালিকা বিদ্যালয়, গার্মেন্টস শিল্প, কুটীর শিল্প প্রভৃতি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। সরকারী প্রতিষ্ঠানে নারীদের চাকুরি করা বন্ধ হয়ে যাবে। দেশ আবার মধ্য যুগে ফিরে যাবে। দেশের মানুষ শিবির নাম ধারী এই নব্য নাৎসিদের হাত থেকে পরিত্রান চায়। ডঃ তুহিন মালিক একজন নব্য নাৎসিবাদি। দেশের মানুষ তার বিচার চায়।
©somewhere in net ltd.