নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে ৯টি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৭০৮৩ জন শান্তিরক্ষী নিয়োজিত থেকে শান্তিরক্ষা কার্যক্রমে সামম্প্রতিকালে যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য অর্জন করেছে

০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

বর্তমানে বিশ্বের ৯টি দেশে জাতিসংঘ পরিচালিত ৯টি শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৭ হাজার ৮৩ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১ লাখ ১৩ হাজার ২৫৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছেন। ২০০৯ সালের পর বর্তমান সরকারের সদিচ্ছা ও ঐকান্তিক সহযোগিতায় সশস্ত্র বাহিনীতে উল্লেখযোগ্য পরিমান যুদ্ধাস্ত্র, বিভিন্ন ধরণের জাহাজ, ইউনিট, সেনানিবাস ঘাঁটি ও স্থাপনা সংযোজন সহ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাদারিত্ব সৃষ্টি ও গৌরবের অনুভূতির সৃষ্টি হয়েছে। জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। শান্তি প্রতিষ্ঠা, সংরক্ষণ ও উপযোগী হিসেবে এ কার্যক্রমের দক্ষতার ক্রমাগত উন্নতি ঘটেছে। বিভিন্ন দেশের সেনাবাহিনীর সাথে মেশা এবং জাতিসংঘের আইনকানুনের মধ্যে থেকে কাজ করার ফলে সশস্ত্রবাহিনীর সদস্যরা এখন আর অভ্যূত্থান আর পাল্টা অভ্যূত্থান করতে আগ্রহী নয়। শান্তিরক্ষার কার্যক্রমগুলি অবশ্যই বাংলাদেশ সশস্ত্রবাহিনীকে আরো পেশাদারী করেছে এবং গতিশীল বিশ্ব পরিস্থিতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সামম্প্রতিকালে যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য অর্জন করেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.