![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন সহিংসতার অবসান ঘটিয়ে বাংলাদেশে স্বস্তি এনে দিয়েছে। আশাকারি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন আবার সেই সহিংসতা স্পর্শ করবে না। এই আন্দোলনে বাংলাদেশ ও এর জনগণের স্বার্থে সহিংসতা অন্তর্ভুক্ত থাকবে না- এ প্রত্যাশা আমাদের দেশের প্রতিটি নাগরিকের। গণতন্ত্রে সবার প্রতিবাদের সুযোগ থাকবে আর সেই প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ। ২০১৩ সালে সহিংসতা ও সংঘাত প্রতিটি নাগরিকের নিত্যসঙ্গী ছিল। নির্বাচন নিয়ে বিরোধই এর কারণ। বিএনপির নেতৃত্বাধীন জোটের বিরোধ মেটাতে আলোচনায় বসতে দেশের বিশিষ্টজনরাসহ সর্বস্তরের মানুষ বার বার আহ্বান জানিয়েছে এবং তা এখনও অব্যাহত আছে। কখনো হয়তো তারা আলোচনা করবে ও একমত হবে। সংলাপ কেবল আগামী নির্বাচন নিয়ে নয়, সংবিধান অনুযায়ী পাঁচ বছর পর কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর সহিংসতার চক্রের অবসান হোক। কারণ নির্বাচন নিয়ে সহিংসতার কারণে প্রবৃদ্ধি আর অগ্রগতি ব্যাহত হয়। মানুষ মারা যায়। কর্মজীবিরা কাজ করতে পারে না। আমরা চাই দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক। বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসুক। দেশে ৫ জানুয়ারির নির্বাচন ছিল সংবিধানসম্মত। আর এ নির্বাচনই সহিংসতা থামিয়ে দেশে স্বস্তি ফিরিয়ে এনেছে।
©somewhere in net ltd.