![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজিতে একটি কথা আছে, “Education is the backbone of a nation.” অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন প্রাণী যেমন দাঁড়াতে, বসতে বা চলতে পারে না, ঠিক তেমনি শিক্ষাহীন জাতিও উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে না। যে জাতির শিক্ষা যত বেশী সে জাতি ততো উন্নত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বিগত চারদলীয় জোট সরকারের আমলে শিক্ষার মান সন্তোষজনক ছিল না। কিন্তূ বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই তাদের দেয়া নির্বাচনী ইশতেহারে ঘোষণা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নে একের পর এক কাজ করে যাচ্ছেন। সফলও হয়েছেন। পাশের হারও বেড়েছে এবং পাসের হার বাড়ার সঙ্গে সঙ্গে সরকার কর্মসংস্থান বৃদ্ধির জন্যও কাজ করে যাচ্ছেন। আগামীতে পাসের হার ও শিক্ষার মান আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন দেশের অভিজ্ঞ মহল। অন্যান্য বারের তুলনায় এবারে পাসের হার বাড়ায় দেশবাসীও সন্তূষ্টি প্রকাশ করেছেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা সকলের কাছে পৌঁছে দিতে পারলেই শিক্ষার মান বাড়বে। শিক্ষাই দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি। পাসের হার আগামীতে আরো বাড়বে। সরকার প্রতিটি জেলায় বেসরকারি, না হয় সরকারি- একটি করে বিশ্ববিদ্যালয় করারও প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপরও গুরুত্ব দিয়েছেন। প্রকৃতপক্ষে শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। বর্তমানে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। আধুনিক যুগে বেশিসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় পাস করবে, এটাই স্বাভাবিক এবং বাস্তবিকতা হলো উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দেশের দারিদ্রতা ও অজ্ঞতার অন্ধকারাচ্ছন্নতা মুছে ফেলা।
©somewhere in net ltd.