নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ তরতর গতিতে উন্নয়নের ভেলায় ভেসে চলেছে। ২০ হাজার নারী শ্রমিক যাচ্ছে মালয়েশিয়ায়

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৯





বাংলাদেশ থেকে এবার সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে নারী শ্রমিক যাবে মালয়েশিয়ায়। গৃহকর্মী হিসেবে ২০ হাজার নারী শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া সরকার। সে লক্ষ্যেই বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ান মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর গতি আরো বাড়াতেই উভয় পক্ষের মধ্যে আলোচনা করতে তিনি বাংলাদেশে আসছেন। বাংলাদেশ থেকে ২০ হাজার নারী শ্রমিক নেওয়ার পাশাপাশি মালয়েশিয়ায় ট্রি প্লানটেশন খাতের বাইরে অন্য পেশায় কর্মী নেওয়ার বিষয়টিও প্রাধান্য পাবে। জিটুজি পদ্ধতিতে ট্রি প্লানটেশন ভিসায় বাংলাদেশ থেকে ইতিমধ্যে প্রায় ছয় হাজার শ্রমিক মালয়েশিয়ায় গেছেন। তবে ৩২ হাজার টাকা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় শ্রমিক যাওয়া বাংলাদেশে এক যুগান্তকারী ঘটনা। আশা করা যায়, আগামী দিনে বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানোর হার অনেক বাড়বে। জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় যেতে সারা দেশ থেকে নিবন্ধন করেন প্রায় ১৪ লাখ কর্মী। গত বছরের শুরুর দিকে মালয়েশিয়া সরকার প্রায় ৩০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে সেই নিবন্ধিতদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী এ পর্যন্ত প্রায় ছয় হাজার কর্মী ট্রি প্লানটেশন ভিসায় মালয়েশিয়ায় গেছেন। তবে এবার মালয়েশিয়ার সরকার আরও অধিক সংখ্যক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু ট্রি প্লানটেশন খাতেই নয়, অন্য পেশার কর্মীও এখন যেতে পারবে। ফলে সারা দেশের নিবন্ধিত কর্মীদের মাঝে কিছুটা হলেও হতাশা কমবে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ তরতর গতিতে উন্নয়নের ভেলায় ভেসে চলেছে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.