![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিগণিত হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির জন্য আমাদের দুটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হলো কর্মসংস্থান বৃদ্ধি, অন্যটি মাথাপিছু আয় বৃদ্ধি। আমাদের দেশ মানব উন্নয়ন সূচকে এগিয়ে গেলেও একটি জায়গায় তার ছন্দপতন হয়। তা হলো মাথাপিছু আয় কম। বাংলাদেশ যে গতিতে এগুচ্ছে তাতে বাংলাদেশের উন্নয়নকে কেউ ঠেকাতে পারবে না। সামাজিক বৈষম্য নিরসন ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। ফলে বাংলাদেশ ক্রমেই বিশ্ব মানবসম্পদ উন্নয়নের সূচকে এগিয়ে যাচ্ছে। জনগণের মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়ে চলেছে। বর্তমান যুগ বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের যুগে প্রতিযোগিতা অনেক বেশি। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে এগোতে হবে। আমাদের দেশের সম্ভাবনা অবারিত। এ সম্ভাবনা কাজে লাগাতে সকলকে এগিয়ে আসতে হবে। এটি দু-এক জনের পক্ষে সম্ভব নয়।
©somewhere in net ltd.