নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘ ১৬ বছর পর বর্তমান সরকারের উদ্যোগে চালু হয়েছে ফরিদপুর রাজবাড়ীর বন্ধ হয়ে যাওয়া রেল চলাচল

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩

১৬ বছর পর আবারও ফরিদপুর-রাজবাড়ী রেলপথে রেল চলাচল শুরু হয়েছে। ফরিদপুর-রাজবাড়ী রেলপথে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেল চলাচল। বর্তমান সরকারের আমলে পুণরায় এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় দুই জেলার হাজার হাজার মানুষের প্রাণের দাবি পূরণ হলো। রুটের ৬টি স্টেশনের ৩টি থেকে যাত্রী তোলা হবে। এর ফলে এ অঞ্চলের লাখো মানুষ ব্যবসা-বাণিজ্যসহ নানাভাবে উপকৃত হবে। ১৯৯৮ সালে অব্যবস্থাপনা ও লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যায় ফরিদপুর-রাজবাড়ী রেল যোগাযোগ। দীর্ঘ ১৬ বছর পর আওয়ামী লীগ সরকার আসার পর এ রেলপথ পুণরায় চালুর উদ্যোগ নেয়। ২০১০ সালে রুটটি পুনঃ নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে ছয়টি স্টেশনসহ দীর্ঘ ২৫ কিলোমিটার রেলপথ ৮৯ কোটি টাকা ব্যয়ে পুণঃ নির্মিত করা হয়েছে। গত বছরের ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জনসভাস্থল হতে জেলার অন্যান্য উন্নয়ন প্রকল্পের সাথে এ রেলপথের উদ্বোধন করেন। আর দীর্ঘ ১৬ বছর পর শুরু হলো ফরিদপুর রাজবাড়ীর রেল চলাচল। এটি জনগণের দাবী পূরণের পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা হতেও বেশ ভুমিকা রাখবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.