![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিসি ব্লক দিয়ে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে কক্সবাজারের দ্বীপ-উপজেলা কুতুবদিয়াকে ভাঙ্গনের কবল থেকে রক্ষার ব্যবস্থা নেবে সরকার। সরকারের এমন প্রত্যাশাই আশায় বুক বেঁধেছে কুতুবদিয়ার অধিবাসী। কক্সবাজার জেলার উপকূলীয় এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত আটটি পোল্ডার নতুনভাবে মেরামত ও নির্মাণের জন্য সাড়ে তিনশ’ কোটি টাকার মহাপরিকল্পনা বাস্তবায়ন কল্পে সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। দ্বীপের মোট ৪০ বর্গ কিমিটার বেড়িবাঁধের মধ্যে ১৫ কি.মিটার বাঁধ অতি ঝুঁকিপূর্ণ। তার মধ্যে উত্তর ধূরুংয়ের চরধূরুং, পশ্চিম চরধূরুং সহ দক্ষিণ ধূরুংয়ের মদন্যা পাড়া, অলিপাড়া, বাতিঘর পাড়া, লেমশীখালীর পেয়ারাকাটা, কৈয়ারবিলের মলমচর, বিন্দাপাড়া, বড়ঘোপের দক্ষিণ মুরালিয়া, আলী আকবর ডেইলের তাবালেরচর এলাকায় ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে অনবরত সমুদ্রের পানিতে জোয়ার-ভাটা চলছে। বেড়িবাঁধের এই বেহাল অবস্থার কারণে দ্বীপটিতে চরম দুর্ভোগ পোহাতে হলেও দ্বীপের প্রায় দুই লাখ মানুষ এখন টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে জেনে বুকভরা এ আশায় অপেক্ষা করছে। এই স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে কুতুবদিয়াবাসীর অনেক দিনের চাওয়া-পাওয়া পূরণ করছে বর্তমান সরকার। দেশের উন্নয়ন কল্পে বর্তমান সরকারের অবদান অপরিসীম।
©somewhere in net ltd.