নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

৭১ টেলিভিশনের টকশোতে বিএনপি-পন্থী অধ্যাপক দিলারা চৌধুরীর বেহায়াপনা অসহনীয়

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১১

ইংরেজিতে একটি কথা আছে, “Courtesy cost nothing”. অর্থাৎ ভদ্র হতে পয়সা লাগে না। আবার ভদ্রতা গায়েও লেখা থাকে না। কিন্তু কোন ব্যক্তির কথা বার্তা, আচার-আচরণেই প্রকাশ পায় তিনি কেমন। কোন ভদ্র ব্যাক্তিত্ব সম্পন্ন লোক কখনো অসভ্য আচরণ, অশ্লীল কথা-বার্তা বলতে পারেন না। আর যারা এসব করেন তারা কি? নিঃসন্দেহে অসভ্য এবং সমাজের খারাপ লোক। এ সকল মানুষ রাষ্ট্র,সমাজ তো দূরের কথা নিজের পরিবারই সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। অথচ সেই সকল ব্যাক্তিত্ব সম্পন্ন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বড় বড় নেতা। আমি অধ্যাপক দিলারা চৌধুরীর কথা বলতে চাই। আমরা যারা তাকে এতদিন ভদ্র মহিলা ভেবেছিলাম, তিনি আসলে অসভ্য, নোংরা চরিত্রের অধিকারী। ইতিপূর্বে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি তার অনেক প্রমাণ দিয়েছেন। সম্প্রতি তিনি ৭১ টিভি টকশোতে যে অশালীন, অশোভনীয় আচরণ করলেন সেটা কারও কাম্য নয়। কোন ভদ্রলোকের আচরণ এমন হতে পারে বলে আমার জানা নেই। টকশোর মত একটি অনুষ্ঠান থেকে দুর্ব্যবহার করে বেরিয়ে গেলেন, উচ্চ বাচ্য ব্যবহার করে বললেন ৭১ টেলিভিশনে কোন ভদ্রলোক আসতে পারেনা। তাহলে কি তিনি নিজেকেই অভদ্র মহিলা হিসেবে পরিচিত করলেন না? টকশো একটি সামাজিক ও রাজনৈতিক মত প্রকাশের বড় মাধ্যম। যা বাংলাদেশ তথা বহির্বিশ্বে সুশীলসমাজ টেলিভিশনের পর্দায় দর্শক-শ্রোতা হিসেবে উপভোগ করে। দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে ধারনা নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে বিচার বিবেচনা করে দেশকে সামনে চলার পথ প্রদর্শক হিসেবে নিয়েছে, সেই টকশোর অনুষ্ঠানে এধরনের আচরণ যেমন দেশের জনগণের হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা। আমরা কখনো চাইবো না আমাদের দেশকে নিয়ে কেউ আঙ্গুল তুলে কথা বলুক। সুতরাং এধরনের কুঃআচরনকারী ব্যক্তিদেরকে প্রতিহত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের যেন কার্পন্য না হয়। এই প্রত্যাশা দেশের সকল নাগরিকের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.