![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, “ভারতের বন্ধুত্বের কোন নিদর্শন আমরা পাইনি। তাদের সাথে দিনদিন বিরোধ বাড়ছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে তারা সব কাজই করে যাচ্ছে। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, প্রভূত্ব চাই না।”এ ধরণের উক্তি আসলেই তাদের মুখে মুখে। অন্তরে ক্ষমতা পাবার কি যে বাসনা তা আমরা ভূলে যাইনি উগ্র মৌলবাদী বিজেপি ও মোদী ভোটে জয়ী হবার পর বিএনপি’র উল্লাস নৃত্য। ক্ষমতার লোভে বিজেপির মতো হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দলের পায়ের নীচে বসে পড়তে বিএনপি’র কোন অসুবিধা হয় না। বিএনপি ভেবেছিল, মোদী কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। তাই মোদী প্রধানমন্ত্রী হওয়ায় তারা আহলাদে গদগদ হয়েছিল। যারা ক্ষমতার লোভে এমন নীতিহীন কাজ করতে পারে, তারা ক্ষমতায় গেলে যে মোদীরে কথায় উঠবস করতে লজ্জাবোধ করতো না, এ বিষয়ে কারো কোন সন্দেহ আছে কি? কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়েছে বিএনপির। তাই আবার শুরু হচ্ছে মানুষকে ধোঁকা দেয়ার ভারত বিরোধী অপরাজনীতি। কিন্তু এরপরও এসব প্রতারকদের মানুষ বিশ্বাস করবে কি?
©somewhere in net ltd.