নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরবেশ১

দরবেশ১ › বিস্তারিত পোস্টঃ

সৌরবিদ্যুতের আলোয় আলোকিত এখন গ্রামীণ জনপদের ৩২ লাখ পরিবার

২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৬

সৌরবিদ্যুতের আলোয় আলোকিত এখন গ্রামীণ জনপদের ৩২ লাখ পরিবার। এ সঙ্গে যোগ হচ্ছে প্রতিমাসে আরও প্রায় ৭০ হাজার পরিবার। গ্রামীণ জনপদে এখন বিদ্যুতের একমাত্র ভরসা হয়ে উঠছে সোলার হোম সিস্টেম। দিন দিন এ চাহিদা বেড়েই চলেছে। ৩২ লাখ পরিবারের প্রায় ২ কোটি লোক বিদ্যুত সুবিধার আওতায় আসছে সৌরবিদ্যুতের কল্যাণে। এ ছাড়া উৎপাদিত বিদ্যুতের পরিমাণ প্রায় দেড় শ’ মেগাওয়াটের বেশি। সোলার হোম সিস্টেমে শুধু যে বিদ্যুত ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তা নয়। এর সঙ্গে ব্যাপক হারে কর্মসংস্থান বাড়ছে। এ খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষিত জনগোষ্ঠীর বিরাট অংশ এখন এ খাতে জীবিকা নির্বাহ করছে। দেশের বিভিন্ন স্থানের সোলার পাম্পের মাধ্যমে সেচ ব্যবস্থা জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে এ সুবিধার আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী রাতের আঁধারে এখন আলোর মুখ দেখতে পাচ্ছে, টেলিভিশনে ছবি দেখতে পাচ্ছে, ইন্টারনেট চালাতে পারছে, মোবাইল চার্জ দেয়াও সম্ভব হচ্ছে, গৃহস্থালি ও খামারি কাজে এই বিদ্যুত ব্যবহার করে অধিক সুফল পাওয়া যাচ্ছে। পরিবেশবান্ধব, বিল বিহীন, নিরাপদ ও ঝামেলামুক্ত সৌরবিদ্যুত প্যানেলগুলো একাধারে ২০ বছর ব্যবহারের সুযোগ থাকায় এর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.